আজ-  ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বজয়ী ক্ষুদে বিজ্ঞানী শ্রীমঙ্গলের সন্তান প্রাঞ্চয় তরফদার «» বগুড়া সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসানের হত্যা মামলার আসামী সুইটি বেগম গ্রেপ্তার  «» নওগাঁ রাণীনগরে মা হারা অসহায় দুই শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও «» সিলেট বিমানবন্দরে লন্ডন মহানগর জমিয়ত নেতা আব্দুল হাই সংবর্ধিত  «» রাজনগর বকশি কোনা যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন।  «» লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান «» বগুড়া আদমদীঘিতে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান  «» পদ্ধতি প্রতিষ্ঠার আন্দোলন ও প্রয়োগে জটিলতা «» রাজনগর বকশিকোনা যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন।  «» সুনামগঞ্জে রাসুল প্রেমিকদের মিলন মেলায় সমাপ্ত হলো মাস ব্যাপী শানে রিসালাত মাহফিল সম্পন্ন। 

সুনামগঞ্জে রাসুল প্রেমিকদের মিলন মেলায় সমাপ্ত হলো মাস ব্যাপী শানে রিসালাত মাহফিল সম্পন্ন। 

সুনামগঞ্জে রাসুল প্রেমিকদের মিলন মেলায় সমাপ্ত হলো মাস ব্যাপী শানে রিসালাত মাহফিল সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধিঃ

▪️পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে, ছাতক উপজেলার শতঐতিহ্য লালিত খারগাঁও মৌ. নাছির উদ্দিন রাহ. হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ও মাদরাসার প্রধান শিক্ষক, ভারত উত্তর প্রদেশের বিখ্যাত রামপুর দরবার শরীফের খলিফা,  পীরে তরীকত,  আলহাজ্ব হাফিজ শাহ মো. গিয়াস উদ্দিন সাহেবের ব্যবস্থাপনায়, বরকতময় রবিউল আউয়াল  মাসব্যাপী শানে রিসালত মাহফিল  আজ ২৯ রবিউল আউয়াল,  মঙ্গলবার বাদ যুহর থেকে খতমে কুরআন শরীফ, খতমে বুখারী শরীফ,  আলোচনা ও মিলাদ কিয়ামের মাধ্যমে সমাপ্ত হয়।

শাহ সূফী আলহাজ্ব মাওলানা আব্দুশ শাকুর পীরছাহেব নির্গমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধনী বক্তব্য রাখেন,  অধ্যক্ষ (অব.) আল্লামা শফিকুর রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ (অব.) মাওলানা এ কে এম মনোওর  আলী, অধ্যক্ষ (অব.) মাওলানা আবু জাফর মো. নুমান, মাওলানা গুফরান আহমদ ফুলতলী, অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আহাদ, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম (বুরাইয়া) উপাধ্যক্ষ মাওলানা  আব্দুছ ছালাম, মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, মাওলানা রশিদ আহমদ চৌধুরী, মাওলানা মুনির উদ্দিন,  মাওলানা আজির উদ্দিন পাশা, মাওলানা আলী আছগর খান, অধ্যক্ষ মাওলানা মাহবুুবুর রহমান, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম সহ শতাধিক উলামা-মাশায়েখ।

আরও উপস্থিত ছিলেন, একাধিক হিফযুল কুরআন মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।