আজ-  ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - ৩রা রবিউস সানি, ১৪৪৭ হিজরি


সময় শিরোনাম:
«» বিশ্বজয়ী ক্ষুদে বিজ্ঞানী শ্রীমঙ্গলের সন্তান প্রাঞ্চয় তরফদার «» বগুড়া সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসানের হত্যা মামলার আসামী সুইটি বেগম গ্রেপ্তার  «» নওগাঁ রাণীনগরে মা হারা অসহায় দুই শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও «» সিলেট বিমানবন্দরে লন্ডন মহানগর জমিয়ত নেতা আব্দুল হাই সংবর্ধিত  «» রাজনগর বকশি কোনা যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন।  «» লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান «» বগুড়া আদমদীঘিতে কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান  «» পদ্ধতি প্রতিষ্ঠার আন্দোলন ও প্রয়োগে জটিলতা «» রাজনগর বকশিকোনা যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন।  «» সুনামগঞ্জে রাসুল প্রেমিকদের মিলন মেলায় সমাপ্ত হলো মাস ব্যাপী শানে রিসালাত মাহফিল সম্পন্ন। 

বগুড়া সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসানের হত্যা মামলার আসামী সুইটি বেগম গ্রেপ্তার 

বগুড়া সারিয়াকান্দীতে শিশু মেহেদী হাসানের হত্যা মামলার আসামী সুইটি বেগম গ্রেপ্তার 

‎ 

 ( বগুড়া) প্রতিনিধি:                                                                           

‎বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের কুপতলা মধ্যপাড়া গ্রামে শিশু মেহেদী হাসান (৪) হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামী  সুইটি বেগম (২৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকালে মেহেদী হাসান নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। সন্ধ্যার দিকে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা চান্দু মেম্বারের বাড়ির সামনে বাঁশঝাড়ের পাশে একটি ছোট ডোবার পানিতে মেহেদীর মরদেহ ভাসতে দেখেন। ‎শুরুতে পরিবারের পক্ষ থেকে ধারণা করা হয়েছিল, শিশু খেলার ছলে পানিতে পড়ে দুর্ঘটনাবশত মারা গেছে। পুলিশকে না জানিয়ে, দাফন কার্য সম্পন্ন করা হয়। তবে পরে চাঞ্চল্যকর মোড় নেয় এই ঘটনা। ‎২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামী সুইটি বেগম তার মা আনিছা বেগমের কাছে স্বীকার করেন যে, পূর্ব শত্রুতার জেরে ক্ষোভবশত শিশু মেহেদীকে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার লাশ ডোবায় ফেলে দেন। পরবর্তীতে এই তথ্য আনিছা বেগম গ্রামের একাধিক ব্যক্তির কাছে প্রকাশ করেন। পরে বাদী মোছাঃ মিষ্টি আক্তার (২২), পিতা মোঃ জাহাঙ্গীর মোল্লা, সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ‎এ ঘটনায় সারিয়াকান্দি থানায় মামলা নং-১৫, তারিখ ২৪/০৯/২০২৫ খ্রিঃ, ধারা ৩০২/২০১, পেনাল কোড ১৮৬০ অনুযায়ী হত্যা মামলা রুজু করা হয়েছে।

‎‎গ্রেফতারকৃত আসামী সুইটি বেগম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে।